বুধবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় ঘটিকায় পশ্চিম বালাঘাটা ১নম্বর ওয়ার্ডের স্বর্ণ মন্দির ব্রিজের সংলগ্ন দীর্ঘ ৪৫ বছর চলাচলের রাস্তাটি মেরামত ও এলাকার দূর্ভোগ লাগব করতে জেলা পরিষদ কর্তৃক নির্মিত সড়ক নির্মাণ কাজে চলাচলের রাস্তায় বাধা প্রদানের বিরুদ্ধে ভূক্তভোগী স্থানীয় জনসাধারনের মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সূত্রে জানা যায় যে, বাধা সৃষ্টিরগণের এই এলাকার রাস্তার নির্মাণ জন্য পার্বত্য জেলা পরিষদ থেকে বরাদ্দ দেওয়া হইলেও প্রভাবশালী ঘাটাইয়া ঠিকারদেরকে নানান ভাবেই বাধা সৃষ্টির করেছেন বলে এই মানববন্ধনের এলাকারবাসী জনগণ জানান।
এদিকে ঠিকাদার শাহাদাত হোসেনকে মানববন্ধন বিষয়টি সত্য কিনা জিজ্ঞেসায় করিলে তিনি ঘটনায় সত্য বলে জানান আরও তিনি বলেন সরকারি কাজে নানান কৌশলি দিয়ে বাধা সৃষ্টির দেয় এই বাধা সৃষ্টিরগণ বলে জানান।
এদিকে যার বিরুদ্ধে মানববন্ধন করেন দিদারুল করিম তিনি বলেন, এখানে কোন রাস্তায় কাজে বাধা সৃষ্টির করা হয়নি। এই জায়গায় আমাদের জমি আছে এবং রাস্তার নির্মাণ কাজ বরাদ্দ হয়েছে এই বিষয়ে আমাদেরকে কোন নোটিশ দেয়া হয়নি জানান।