মঙ্গলবার(৬জানুয়ারি)সকাল ১০টার থেকে জাতীয়তা- বাদী আইনজীবী ফোরাম, বান্দরবান পার্বত্য জেলার পক্ষ থেকে একটি শোক বই খোলা হয়েছে।
শোক বইটি বান্দরবান পার্বত্য জেলাস্থ ম্যাজিস্ট্রেট কোর্ট বারের সামনের চলাচল গলিতে সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।
আগামী বৃহস্পতিবার(৮জানুয়ারি)পর্যন্ত প্রতিদিন সকাল ১০টার থেকে বিকাল ৩টার পর্যন্ত শোকবইয়ে শোকবার্তা লিপিবদ্ধ করা যাবে।বিএনপি এবং বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বা মরহুমা বেগম খালেদা জিয়ার হিতৈষী আদালত প্রাঙ্গণে এসে বর্ণিত শোক বইয়ে শোক বার্তা লিপিবদ্ধ করতে পারবেন মর্মে জানিয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট আলমগীর চৌধুরী এবং সাধারণ সম্পাদক এডভোকেট আবুহেনা মোস্তফা কামাল (রুমু)। বর্ণিত শোকবইয়ে ইতোমধ্যে আইনজীবী, দলীয় নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ মরহুমা বেগম খালেদা জিয়ার বিষয়ে অসংখ্য শোকবার্তা লিপিবদ্ধ করেছেন মর্মে জানিয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট আবুহেনা মোস্তফা কামাল (রুমু)