বড়দিন উপলক্ষে পার্বত্য অঞ্চলের বিভিন্ন সম্প্রদায়ের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করতে বান্দরবান সেনা জোনের উদ্যোগে এক মানবিক সহায়তা প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর ) বিকাল সাড়ে ৩টায় সময় বান্দরবান সেনা জোন ফারুক পাড়ার কমিউনিটি সেন্টার মাঠে অনুষ্ঠানের মাধ্যমে বম সমপ্রদায়ের ফারুক পাড়ারবাসীগণ মাঝে বড় দিনের প্রয়োজনীয় সামগ্রী আর্থিক সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা জোনের ক্যাপ্টেন ফাহিম মুহাম্মদ আহবাব।
এছাড়াও উপস্থিত ছিলেন জোনাল স্টাফ অফিসারবৃন্দ, ইলেকট্রনিক, প্রিন্ট মিডিয়ার কর্মীবৃন্দ, ফারুক পাড়ার বম গোষ্ঠীর পাড়ারবাসীগণও পাড়ার প্রতিনিধি সুবিধাভোগীগণ।
পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা, উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন এবং সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নিরাপত্তার পাশাপাশি সেনাবাহিনী জনসেবা ও মানবিক সহায়তায় সবসময় আন্তরিকভাবে নিয়োজিত।এই কর্মসূচির আওতায় ফারুক পাড়ার বম সম্প্রদায়ের জন্য নিম্নোক্ত সহায়তা প্রদান করা হয়।
তাছাড়া খ্রিস্টান ধর্মের বিলম্বে ফারুখ পাড়ার বম সমপ্রদায়ের পাড়ারবাসীগণ এবং পাড়ার প্রতিনিধিদের মাঝে বড় দিন উপলক্ষে আর্থিক সহায়তা দেয়া হয়েছে।
অনুদান শেষে সুবিধাভোগীদের হাতে আনুষ্ঠানিকভাবে অনুদান হস্তান্তর করা হয় এবং পারস্পরিক সৌহার্দ্য ও উৎসবমুখর পরিবেশে কর্মসূচির সমাপ্তি ঘটে।
এছাড়া আজকের আর্থিক সহায়তা প্রদান করা হয়- চেয়ার,টেবিলসহ,ফ্যান এসব দেয়া হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের মানবিক উদ্যোগ পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নকে আরও বেগবান করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।