শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে কলেজ প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই বেলুন উড়িয়ে ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সুবর্ণ জয়ন্তীর শুভ উদ্বোধন করেন।
পরে কলেজ প্রাঙ্গনে আলোচনা সভা, গুণীজন সম্মাননা প্রদান এবং বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের জন্য বিভিন্ন খেলাধুলাসহ নানা অনুষ্ঠান দিয়ে আয়োজন অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আবদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মনজুরুল হক, সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদ ২০২৫-এর আহ্বায়ক মো. আবদুল্লাহ আল মামুন চৌধুরী, সদস্য সচিব মোহাম্মদ ওমর ফারুক রাশেদসহ সরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তা, প্রাক্তন ও নবীন শিক্ষার্থী এবং কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকগণ।
সূত্র জানা যায়, বান্দরবান সরকারি কলেজ দীর্ঘ ৫০ বছর পর প্রথমবারের মতো কলেজ প্রাঙ্গনে সুবর্ণ জয়ন্তী উদযাপনের আয়োজন করা হয় এতে আয়োজকরা খুশি ও অংশগ্রহণকারীরা আনন্দ প্রকাশ করেন।