1. kazijewel.bban@gmail.com : বান্দরবান নিউজ : বান্দরবান নিউজ
  2. info@www.bandarbannews.com : বান্দরবান নিউজ :
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম :
বান্দরবানে পাহাড়ে নারীদের আত্মকর্মসংস্থান, গৃহ নির্মাণ সহ অসহায়দের মানবিক হাত বাড়িয়ে দিলো সেনাবাহিনী বান্দরবান জিপ-মাইক্রোবাস মালিক সমিতিতে অনিয়ম থাকলে খতিয়ে দেখবে জেলা প্রশাসন আলীকদমে সেনা অভিযানে অবৈধ সেগুন গাঁছ জব্দ বান্দরবান জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র মৃত্যুতে শোক জ্ঞাপনের নিমিত্ত বান্দরবান নিউজ সাথে সবাই চোখ রাখুন এবং আপনার মূল্যবানে সময় দিয়েন সম্প্রীতির বন্ধনে ঘেরা বান্দরবান বান্দরবানে নানান দিয়ে জাতীয় সমাজসেবা দিবস উদযাপিত সবাইকে নতুন বছরের শুভেচ্ছা ২০২৬ সাল দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমরা শোকাহত বান্দরবানে রুমা উপজেলার কেওক্রাডং সংলগ্ন দুর্গম পাহাড়ে সুংসুয়াং পাড়ার ১টি ইকো রিসোর্ট নির্মাণ কাজ উদ্বোধন করেন সেনাবাহিনী

বান্দরবানে পাহাড়ে নারীদের আত্মকর্মসংস্থান, গৃহ নির্মাণ সহ অসহায়দের মানবিক হাত বাড়িয়ে দিলো সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

 

সমাজে নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে সাবলম্বী করে পরিবারের আয়ে সচ্ছলতা ফিরিয়ে আনার জন্য অসচ্ছল নারীদের সেলাই মেশিন ,গৃহ নির্মাণের জন্য ঢেউটিন,মসজিদ ও এতিমখানায় কার্পেট,বিবাহের জন্য উপহার সহ শীতার্ত মানুষের পাশে মানবিক হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, আর সেনাবাহিনীর মানবিক সহায়তা পেয়ে উচ্ছ্বসিত সুবিধাভোগীরা পার্বত্য বান্দরবানে শান্তি সম্প্রীতি রক্ষার পাশাপাশি সেনাবাহিনীর মানবিক সহায়তায় আত্মকর্মসংস্থানের মাধ্যমে, সচ্ছলতা ফিরেছে অনেক অসহায় পরিবারে।

সোমবার (১২ জানুয়ারি) সকালে বান্দরবান সেনা রিজিয়নের আয়োজনে,রিজিয়নের মাঠে জেলা সদর সহ বিভিন্ন এলাকা হতে আশা অসহায়দের মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

কার্যক্রমের অংশ হিসেবে অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর মাঝে বিভিন্ন প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিতরণ করা হয়,মাদ্রাসা ও এতিমখানায় কার্পেট , গৃহহীন পরিবারের গৃহ নির্মাণ করার ঢেউটিন বিতরণ, কন্যা দায়গ্রস্ত পরিবার’কে নগদ অর্থ দিয়ে সহায়তা, অসহায় নারীদের আত্নকর্ম- সংস্থান সেলাই মেশিন ও আশ্রয়ন সামতি’কে নগদ অর্থ প্রদান,অসহায় পরিবারের মাঝে খাদ্যশস্য (চাল, ডাল, তেল, চিনি ও আলু) প্রদান করা হয়,এছাড়াও শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র(কম্বল)বিতরণ করা হয়।

বান্দরবান সেনা রিজিয়নের জিএসও-২ মেজর পারভেজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সকল সহায়তা সুবিধাভোগীদের হাতে তুলে দেন। এসময় তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা, উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন এবং সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
বান্দরবান সেনা রিজিয়ন নিরাপত্তার পাশাপাশি জনসেবা ও মানবিক সহায়তা প্রদানে সবসময় আন্তরিক,এই উদ্যোগ তারই একটি অংশ,আগামীতে এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

এসময় আরো উপস্থিত ছিলেন ক্যাপ্টেন সামিউল সহ রিজিয়নের বিভিন্ন পদবীর সেনা কর্মকর্তা,বিভিন্ন এলাকা হতে আশা সুবিধাভোগী জনসাধারণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট