রবিবার (১৪ ডিসেম্বর) খামলাই ম্রো, সদস্য, জেলা পরিষদ বান্দরবান এর নেতৃত্বে, মেনয়া ম্রো এর ছোট বোন পাওঙি ম্রো (বয়সঃ ০৫ বছর) এবং ভাতিজা তর্ম ম্রো (বয়সঃ ০৫ মাস) এই দুই দগ্ধ শিশুকে ৬৯ পদাতিক ব্রিগেডের আর্থিক সহায়তায় সিভিল অ্যাম্বুলেন্স যোগে ৭ ফিল্ড অ্যাম্বুলেন্স এমডিএস বান্দরবান (সামরিক হাসপাতালে) আনা হয়। বর্তমানে উক্ত দুই শিশু রোগীর চিকিৎসা বান্দরবান রিজিয়নের তত্ত্বাবধানে ৭ ফিল্ড অ্যাম্বুলেন্স সার্বিক সহায়তার সামরিক হাসপাতালে চলমান রয়েছে।
দগ্ধ শিশুদের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে এবং চিকিৎসা কার্যক্রম পরিদর্শনের জন্য অধিনায়ক মোহাম্মদ সরফরাজ হায়দার এমপিএইচ (৭ ফিল্ড অ্যাম্বুলেন্স বান্দরবান), মেজর পারভেজ রহমান (জিএসও-২ ইন্টঃ, ৬৯ পদাতিক ব্রিগেড বান্দরবান),মেজর শাহরীন জাহান প্রধান (৭ ফিল্ড অ্যাম্বুলেন্স বান্দরবান) এমডিএস বান্দরবান পরিদর্শন করেন।
এসময় সার্বিক তত্বাবধানে ৬৯ পদাতিক ব্রিগেড বান্দরবান সেনা মেজর শাহরীন জাহান জানান, পার্বত্য চট্টগ্রামে বস-বাসরত সকল সম্প্রদায়ের জনসাধারণের পাশে থেকে সর্বদা বিনামূল্যে চিকিৎসার সহায়তা প্রদান করে আসছে। এবং ভবিষ্যতে ও সর্বদা চলমান থাকবে।