1. kazijewel.bban@gmail.com : বান্দরবান নিউজ : বান্দরবান নিউজ
  2. info@www.bandarbannews.com : বান্দরবান নিউজ :
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বান্দরবানে পাহাড়ে নারীদের আত্মকর্মসংস্থান, গৃহ নির্মাণ সহ অসহায়দের মানবিক হাত বাড়িয়ে দিলো সেনাবাহিনী বান্দরবান জিপ-মাইক্রোবাস মালিক সমিতিতে অনিয়ম থাকলে খতিয়ে দেখবে জেলা প্রশাসন আলীকদমে সেনা অভিযানে অবৈধ সেগুন গাঁছ জব্দ বান্দরবান জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র মৃত্যুতে শোক জ্ঞাপনের নিমিত্ত বান্দরবান নিউজ সাথে সবাই চোখ রাখুন এবং আপনার মূল্যবানে সময় দিয়েন সম্প্রীতির বন্ধনে ঘেরা বান্দরবান বান্দরবানে নানান দিয়ে জাতীয় সমাজসেবা দিবস উদযাপিত সবাইকে নতুন বছরের শুভেচ্ছা ২০২৬ সাল দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমরা শোকাহত বান্দরবানে রুমা উপজেলার কেওক্রাডং সংলগ্ন দুর্গম পাহাড়ে সুংসুয়াং পাড়ার ১টি ইকো রিসোর্ট নির্মাণ কাজ উদ্বোধন করেন সেনাবাহিনী

বান্দরবানে এইচএসসি পরীক্ষা জিপিএ -৫ কৃতী শিক্ষার্থীদের হাতের তুলে দিলেন সম্মাননা অতিরিক্ত জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৩০ বার পড়া হয়েছে

 

বান্দরবানে ২০২৫ সালে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সম্মাননা ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান আয়োজিত হয়েছে। শুধু ক্রেস্ট নয়, ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনার মূল বার্তা পৌঁছে দিতে অনুষ্ঠানটি পরিণত হয় এক অনুপ্রেরণামূলক সভায়।

মঙ্গলবার (৯ ডিসেম্বর ) বেলা ১২ টায় অতিরিক্ত জেলা প্রশাসক উদ্যোগে পৌরসভার কনফারেন্স হলে এই সন্মাননা তুলে দেয়া আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মানবিক সংগঠন অতিরিক্ত জেলা প্রশাসক এস,এম,মনজুরুল হক সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা সুলতানা খান হীরা, সরকারি,বেসরকারি নানান প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃ্ন্দ, শিক্ষার্থীদের অবিভাবকসহ ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

অতিরিক্ত জেলা প্রশাসক এস,এম,মনজুরুল হক বলেন, এইচএসসিতে ভালো ফল শুধু এগিয়ে যাওয়ার প্রথম ধাপ। দীর্ঘ এই যাত্রায় মানবিক সংগঠন বান্দরবান সবসময় শিক্ষার্থীদের পাশে থাকবে। আমরা হয়ত আর্থিকভাবে আপনাদের খুব বেশি সহযোগিতা করতে পারব না, কিন্তু আপনাদের চলার পথে প্রয়োজনীয় পরামর্শ, সঠিক দিকনির্দেশনা ও ক্যারিয়ার গঠনে সর্বোচ্চ সহায়তা দিয়ে যাব।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা সুলতানা খান হীরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শুধু ভালো ফলাফল নয়, সততা, শৃঙ্খলা, অধ্যবসায় ও মানবিক গুণাবলি চর্চাই প্রকৃত শিক্ষিত মানুষ হওয়ার পথ।দেশপ্রেম ও দায়িত্বশীলতার মাধ্যমে জীবনে সফল হতে হবে। আমার মতে, মেধাবী তারাই, যাদের মধ্যে দেশপ্রেম রয়েছে। দেশপ্রেম ছাড়া একজন মেধাবী কখনই দেশ ও জনগণের কাজে আসে না। তোমরা দেশপ্রেমিক মেধাবী হয়ে উঠবে এই প্রত্যাশা করি।

অনুষ্ঠানে জেলার,উপজেলার প্রতিটি শিক্ষা- প্রতিষ্ঠান থেকে একজন করে ২০২৫ সালের এইচএসসি জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

এ সময় শিক্ষার্থীরা নিজেদের অনুভূতি ব্যক্ত করে বলেন, মানবিক সংগঠন বান্দরবান সংবর্ধনা তাদের ভবিষ্যৎ লক্ষ্যের প্রতি আরো দায়িত্ববান ও অনুপ্রাণিত করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট