বান্দরবান জেলা স্টেডিয়ামে শুরু হচ্ছে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫। পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।
উদ্বোধনী ম্যাচে খেলবে বান্দরবান পৌরসভার বনাম বান্দরবান সদর দুই শক্তিশালি দল।
সোমবার (৮ ডিসেম্বর) সকালে পার্বত্য জেলা পরিষদে কনফারেন্স হলে জেলা পর্যায়ের ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পার্বত্য জেলা পরিষদের সদস্য, টুর্নামেন্ট পরিচালনা কমিটি এডভোকেট উবাথোয়াই মার্মা।
সভায় উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, জেলা ক্রীড়া অফিসার ও সদস্য সচিব টুর্নামেন্ট পরিচালনা কমিটি বান্দরবান পার্বত্য জেলা, জেলা পরিষদের সদস্য সিনিয়র আইনজীবী এডভোকেট মোহাম্মদ আবুল কালাম, প্রেসক্লাবে সভাপতি আমিনুর ইসলাম বাচ্চু,প্রেসক্লাবে সাবেক সাধারণ সম্পাদক মিনারুল হক মিনার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া সকল সাংবাদিকবৃন্দ।
মতলব দক্ষিণ পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ও সকল সদস্যবৃন্দ।
সভায় উপস্থিত সকলের সিদ্ধান্ত মতে বান্দরবান জেলাসহ ৮ উপজেলায় দুটি গ্রুপে ভাগ করা হয়। ‘ক’ গ্রুপে বান্দরবান পৌরসভার , বান্দরবান সদর ক্রীড়া সংস্থা এবং ‘খ’ গ্রুপে থানচি উপজেলা , রুমা উপজেলা, রোয়াংছড়ি উপজেলা, লামা উপজেলা, আলীকদম উপজেলা ও নাইক্ষ্যংছড়ি উপজেলা ক্রীড়া সংস্থা।
এসময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই। তিনি বলেন,বান্দরবান পার্বত্য জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট -২০২৫ এর জেলা পর্যায়ের খেলাসমুহ আগামী মঙ্গলবার (৯ডিসেম্বর) হইতে (১৪ডিসেম্বর) পর্যন্ত বান্দরবান জেলা স্টেডিয়ামে নিম্নোক্ত টুর্নামেন্ট ফুটবল খেলার অনুষ্ঠিত হবে।
প্রধান অতিথি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যপক থানজামা লুসাই। আরও বলেন, আগামী মঙ্গলবার (৯ডিসেম্বর) হইতে জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট জেলা পর্যায়ের অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং আগামী ১৪ডিসেম্বর রবিবার বিকেল ৩টায় সময় জেলা স্টেডিয়ামে ফাইনাল প্রীতি ম্যাচ সমাপ্ত হবে উক্ত অনুষ্ঠানে সকলে উপস্থিত থাকার জন্য আহ্বান জানান। পার্বত্য চট্টগ্রামে বস-বাসরত সকল সম্প্রদায়ের জনসাধারণের থেকে পার্শ্বে সর্বদা এসব ক্রীড়া সংস্থার ও ভবিষ্যতে সর্বদা খেলাধুলা চলমান থাকবে।