1. kazijewel.bban@gmail.com : বান্দরবান নিউজ : বান্দরবান নিউজ
  2. info@www.bandarbannews.com : বান্দরবান নিউজ :
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বান্দরবানে পাহাড়ে নারীদের আত্মকর্মসংস্থান, গৃহ নির্মাণ সহ অসহায়দের মানবিক হাত বাড়িয়ে দিলো সেনাবাহিনী বান্দরবান জিপ-মাইক্রোবাস মালিক সমিতিতে অনিয়ম থাকলে খতিয়ে দেখবে জেলা প্রশাসন আলীকদমে সেনা অভিযানে অবৈধ সেগুন গাঁছ জব্দ বান্দরবান জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র মৃত্যুতে শোক জ্ঞাপনের নিমিত্ত বান্দরবান নিউজ সাথে সবাই চোখ রাখুন এবং আপনার মূল্যবানে সময় দিয়েন সম্প্রীতির বন্ধনে ঘেরা বান্দরবান বান্দরবানে নানান দিয়ে জাতীয় সমাজসেবা দিবস উদযাপিত সবাইকে নতুন বছরের শুভেচ্ছা ২০২৬ সাল দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমরা শোকাহত বান্দরবানে রুমা উপজেলার কেওক্রাডং সংলগ্ন দুর্গম পাহাড়ে সুংসুয়াং পাড়ার ১টি ইকো রিসোর্ট নির্মাণ কাজ উদ্বোধন করেন সেনাবাহিনী

বান্দরবানে পার্বত্য শান্তি চুক্তির ২৮তম বর্ষপূর্তি উদযাপন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ২৩ বার পড়া হয়েছে

 

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে বেলুন ও পায়রা উড়িয়ে পার্বত্য শান্তি চুক্তির ২৮তম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।

দিবসটি উপলক্ষে পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে ও বান্দরবান সেনা রিজিয়নের সহযোগিতায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় জোন কমান্ডার লে. কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক এসএম হাসানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে প্রশাসনের পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) বান্দরবান জেলা কমিটির উদ্যোগে জেলা শহরের স্থানীয় রাজার মাঠে এক গণসমাবেশ ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সমাবেশে স্থানীয় বিভিন্ন পাহাড়ি সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ পাহাড়ে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিভিন্ন সম্প্রদায়ের শত শত নারী-পুরুষ অংশ নেয়। পরে স্থানীয় শিল্পীগোষ্ঠীর পরিবেশনায় এক সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি বান্দরবান জেলা কমিটির সভাপতি সুমন মারমা, সহ-সাধারণ সম্পাদক উ উইন মং জলিসহ স্থানীয় বিভিন্ন পাহাড়ি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জেএসএস নেতারা শান্তিচুক্তির কাঙ্ক্ষিত অংশগুলো দ্রুত বাস্তবায়ন, পাহাড়ের মানুষের ন্যায়সঙ্গত অধিকার নিশ্চিতকরণ এবং উন্নয়ন কার্যক্রমে জনগণের অংশগ্রহণ বৃদ্ধির দাবি জানান।

তারা বলেন, ‘শান্তিচুক্তি পাহাড়ে স্থায়ী শান্তির প্রধান ভিত্তি, তাই এর পূর্ণাঙ্গ বাস্তবায়ন অত্যন্ত জরুরি।’ বক্তারা পাহাড়ে স্থায়ী শান্তি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট