বান্দরবান ৩০০নং আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরি নির্বাচনী প্রচারনার অংশ হিসেবে ১৫ নভেম্বর আজিজনগর, ফাইতং, লামা, আলীকদম, ও গজালিয়ায় পথসভা করেন।
আগামী সাংসদ নির্বাচনকে সামনে রেখে বান্দরবান ৩০০ নং আসনে মনোনয়ন দেওয়ায় এই পথসভার আয়োজন করা হয়।
পথসভায় বান্দরবান ৩০০ নং আসনের মনোনীত প্রার্থী সাচিং প্রূ জেরির সফর সঙ্গী হিসেবে ছিলেন- বান্দরবান জেলা বিএনপির নেত্রীবৃন্দ। এতে আর উপস্থিত ছিলেন- ইউনিয়ন, উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেত্রীবৃন্দ।
বিএনপির প্রার্থী সাচিং প্রু জেরি বলেন- গণতন্ত্রের মা, সাবেক প্রধান মন্ত্রী খালেদা জিয়া, তাহার সুযোগ্য পুত্র তারণ্যের অহংকার দেশনায়ক তারেক জিয়া কেন্দ্রীয় বিএনপি মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর আমাকে মনোনয়ন দেওয়ায় আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
প্রিয় আজিজনগর, ফাইতং, ফাঁসিয়াখালী, ইয়াংছা, গজালিয়া, লামা, আলীকদমবাসী, আপনারা আমার জন্য একটু কষ্ট করেন আমি আপনাদের কষ্টের মূল্য দিব।
যারা বিএনপিকে এবং আমাকে ভালবাসে তাহারা কখনও পথ হারা হবে না। উক্ত পথসভায় ইউনিয়ন, উপজেলা, ও জেলা বিএনপির নেত্রীবৃন্দ বক্তব্য রাখেন।