সূর্যমুখী শিশু কিশোর সংগঠন এর ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সেরা সুন্দর হাতের লেখা শিক্ষার্থীদের সন্ধানে আমরা বাচাই পর্ব আজ শহর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনের পরিচালক কামরান হোসেন শাহেদ সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেল আজাদ বক্তব্য রাখেন সংগঠনের সহকারি পরিচালক সাবরিনা সুলতানা জেনী, প্রধান অতিথি বলেন সৃজনশীল মেধা বিকাশে সূর্যমুখী শিশু কিশোর সংগঠনের এ উদ্যোগ বান্দরবানবাসীর জন্য প্রসংশার দাবিদার এবং আগামীতে এ ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য আহবান জানান।
সভাপতির বক্তব্যে কামরান হোসেন শাহেদ জানান শতভাগ সচ্চতা ও নিরপেক্ষতার সহিত ৪৫ টি শিক্ষা প্রতিষ্ঠানে এই প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে এবং আগামীতে শিশুদের প্রতিভা বিকাশের জন্য এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে এবং আশাবাদী সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা এ ধরনের আয়োজন করবে বিদ্যালয়ের অন্যন্যা শিক্ষকবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন, প্রতিযোগিতায় বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ গ্রহণ করে।