জুম্ম জাতীয় চেতনার অগ্রদূত অবিসংবাদিত অনুসন্ধানী নেতা মানবেন্দ্র নারায়ন লারমা’র মৃত্যুতে স্মরণ সভা অনুষ্ঠিত।
সোমবার (১০ নভেম্বর) সকালে বান্দরবান শহর রয়েল হোটেলে পার্বত্য চট্টগ্রামে জুম্ম জাতীয় চেতনার অগ্রদূত, নেতা প্রয়াত মানবেন্দ্র নারায়ণ লারমা’র এর ৪২ তম প্রয়ান দিবস উপলক্ষে বান্দরবানে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
বান্দরবান জেলা কমিটি সভাপতি, ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (গণতান্ত্রিক) রাম তন সাং বম সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা সদস্য সচিব, বিকাশ চাকমা,লামা উপজেলা সভাপতি মং সই প্রু ত্রিপুরা, সাবেক সাধারণ সম্পাদক জুয়েল ত্রিপুরা, কেন্দ্রীয় সদস্য পরিচালক জ্যোতিজ চাকমা, কেন্দ্রীয় উপদেষ্টা আ প্রু মার্মাসহ সাবেক পিসিপি, সাধারণ সম্পাদক বর্ষা তংঞ্চংঙ্গ্যাঁ প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে স্মৃতিচারণ করেন, বান্দরবান জেলা কমিটি সভাপতি ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (গণতান্ত্রিক)
রাম তন সাং বমসহ আরও অনন্য সকল সদস্যবৃন্দ।
আরও উপস্থিত ছিলেন, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া সাংবাদিকবৃন্দ।
স্মৃতিচারন কালে অনেকেই বলেন, মানবেন্দ্র নারায়ন লারমা’র ছিলেন পার্বত্য চট্টগ্রামে জুম্ম জনগণের অধিকার আদায়ের এক অবিসংবাদিত নেতা, তাঁর নেতৃত্ব আদর্শ আজও জুম্ম সমাজের অনু প্রেরণার উৎস।
এসময় আরও বক্তব্যরা বলেন, মানবেন্দ্র নারায়ন লারমা’রকে ১৯৮৩ সালের ১০ই নভেম্বর হত্যা করে ঘাতকরা মনে করেছেন এই দলটি বিচ্ছিন্ন হয়ে যাবে, কিন্তু না ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (গণতান্ত্রিক) পার্বত্য চট্টগ্রামের জুম্ম জনগণের পাশে আর তাদের অধিকার কাজ করে যাচ্ছে।
এদিকে বক্তব্যরা আরও জানান,পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে তাছাড়া খুব শীঘ্রই পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের জন্য সরকার কাছে আহবান জানান।