বান্দরবান পৌরসভাধীন ৬নং ওয়ার্ডের নিউ গুলশান জেলখানা গলি এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেছে সদর উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর,বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়।
সোমবার (২৭ অক্টোবর) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব সহকারী কমিশনার (ভূমি) সদর আবু সালেহ মো.আরমান ভূঁইয়া।এ সময় প্রসিকিউশন পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর, বান্দরবান এর পরিদর্শক মোহাম্মদ নূর উদ্দিন। অভিযানে রূপন দাশ (৪০) কে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন,১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ধারা ৬ (খ) লঙ্ঘনের দায়ে ৫,০০০ (পাঁচ হাজার) টাকা জরিমানা ধার্য করে তাৎক্ষণিক আদায় করা হয়।একই সঙ্গে ভবিষ্যতে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।
সূত্রে জানা যায় যে, জমিটির অভিযোগকারীর রুপালি রুদ্র মাতার শেফালি নাথ এর নামে রেকর্ডের জায়গায়। রুপন দাশসহ আরও অনেকজন মিলে দীর্ঘ বছর জোর পূর্বক ভাবেই দখল করার চেষ্টায় এবং প্রতিপক্ষগণ ক্ষমতা ব্যবহার করে জমিটি দখল করেছে।
অভিযান চলাকালে বান্দরবান সদর থানা পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।পরিবেশ অধিদপ্তর, বান্দরবান কার্যালয় জানায়,পরিবেশ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।