বুধবার (১৫ অক্টোবর) সকালে বান্দরবান জেলা প্রশাসক এর কার্যালয়ে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে একটি র্যালির অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি, সকল নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগণসহ ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া সকল সাংবাদিকবৃন্দ।
প্রতিবছর ১৫ অক্টোবর দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার আদায় ও সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে বিশ্বজুড়ে দিনটি পালন করা হয়।
এ বছর দিবসটির প্রতিপাদ্য— ‘সাদাছড়ির আধুনিকায়ন, দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন।’
দিবসটি পালন উপলক্ষে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন এক র্যালির আয়োজন করেছে। এতে সমাজকল্যাণ বান্দরবান শাখার কর্মকর্তা মিলটন মজুমদারসহ, জনস্বাস্থ্য কার্যালয় কর্মকর্তা ও গ্রাউস প্রকল্পের কর্মকর্তাগণ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন । এ ছাড়া বান্দরবান শাখার সমাজকল্যাণ কার্যালয়সহ অন্যান্য অধিদপ্তরের , অধিনস্থ দফতর, সংস্থার কর্মকর্তা বা প্রতিনিধি এবং দৃষ্টিপ্রতিবন্ধীসহ অন্য প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠনের প্রধান বা প্রতিনিধি এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
প্রধান অতিথি জেলা প্রশাসক শামীম আরা রিনি বলেন, দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপদে চলাচলের প্রতীক হিসেবে সাদাছড়ি ব্যবহার শুরু হয়। পরবর্তীতে ১৯৬৪ সালে মার্কিন কংগ্রেসে একটি আইন পাসের মাধ্যমে প্রতি বছরের ১৫ অক্টোবর সাদাছড়ি নিরাপত্তা দিবস পালনের নেওয়া হয় বলে জানান।
তিনি আরও বলেন,প্রতিবন্ধীদের কোন সময় সহযোগিতায় প্রয়োজন হইলে বিষয় গুলো অবগত করার জন্য আহবান জানান।