বান্দরবানে জোন সেনানিবাস চত্বরে ব্রিগেডিয়ার উদ্যোগ সরকারি কলেজ, পাবলিক কলেজ শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্যবই তুলে দেন মেজর পারভেজ রহমান জিএসও-২ ইন্ট ৬৯ ব্রিগেড বান্দরবান।
রবিবার (১২ অক্টোবর) সকাল ১০টায় সময় অদ্বিতী পাবলিক কলেজ এবং বান্দরবান সরকারি কলেজ ২৫ সালে এইচএসসি এবং অর্নাস ১ম বর্ষের শিক্ষার্থী পর্যন্ত পাঠ্যবই বিতরণ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, মেজর পারভেজ রহমানসহ অনন্য সেনা অফিসার, ইলেকট্রনিক, প্রিন্ট মিডিয়া সকল সাংবাদিকবৃন্দ।
এসময় আরোও উপস্থিত ছিলেন, সরকারি, বেসরকারি কলেজ শিক্ষার্থীবৃন্দ প্রমুখ।
প্রধান অতিথি মেজর পারভে রহমান বলেন, সরকার কর্তৃক সমগ্র বাংলাদেশ বিনামূল্যের বই বিতরণ হচ্ছে পার্বত্য অঞ্চলের দরিদ্র অভিভাবকদের জন্য এক বড় ধরনের স্বস্তি। রাষ্ট্রের পক্ষ থেকে এ সহায়তায় তাদের আর্থিক কষ্টের বোঝা অনেকটাই লাঘব হবে নিঃসন্দেহে। আমাদের বিশ্বাস,শুধু বিনামূল্যের বই নয়, কলেজ ও উচ্চ স্তরের শিক্ষার্থীদের জন্য রাষ্ট্রের পক্ষ থেকে আরও অনেক কিছু করার চিন্ত আছে বলে মনে করেন প্রদান অতিথি।
এ ছাড়া শিক্ষার্থীদের ঝরেপড়াসহ কলেজ, অনার্স শিক্ষার অন্য সমস্যাগুলোর যদি প্রতিকার করা যায়,তাহলে এ দেশের নতুন প্রজন্মের শিক্ষার আলোয় শক্তভাবে গড়ে উঠতে পারবে, যা একটি জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারন আজকের শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ শিক্ষার্থীরা আগামীদিনের একটি দক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠবে বলে বিশ্বাস করেন মেজর পারভেজ রহমান জিএসও-২ইন্ট ৬৯ ব্রিগেড বান্দরবান।