বান্দরবান সুয়ালক ইউনিয়ন পরিষদে নতুন ভোটার ভোক্তাদের ছবি তুলার জন্য লাইনে ব্যস্ত

নিজস্ব প্রতিবেক
বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারি সকাল ৯টায় থেকে বিকেল ৫টার পর্যন্ত বান্দরবান সুয়ালক ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নতুন ভোটার তালিকায় ছবি তুলতে আসায় মহিলা পুরুষ সিরিয়াল লাইনের ব্যস্ত দেখাগেছে!
এসময় প্রধান উপস্থিত ছিলেন সুয়ালক কাইচতলি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উক্য নু মার্মা,ইইপি সদস্য মেম্বার মোঃ জসিম উদ্দিনসহ নির্বাচন অফিস কর্তৃপক্ষ!
আজকের নতুন ভোটার তালিকায় ভোক্তাদের বলেন আমরা নতুন ভোটার তালিকায় ভোক্ত হবো এটাই আমরা খুশি কারণ দেশের একজন নাগরিক হিসেবে গন্য হবে এবং ভোট দিতে পারব এই প্রত্যশায় কাম্য!
এদিকে চেয়ারম্যান উক্য নু মার্না তিনি বলেন আজকের নতুন ভোটার তালিকায় যাদের ভোক্ত হবে আমার ইউনিয়ন এলাকায় ও সবার আমার পরিচিত লোক তাদেরকে নিয়ে আমি বসবাস করি! নতুন ভোটারদের কে আমার ইউনিয়ন পক্ষ থেকে সবার প্রতি স্বাগতম শুভেচ্ছা তাদের ভবিষ্যৎ কাম্য করছি!