বান্দরবান জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোহাম্মদ আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ আবু তালেব

প্রকাশিত: ১১:০০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২৫

নিজস্ব প্রতিবেদক

আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটি নির্বাচনে প্রার্থীরা সমান্তরালভাবে জয়লাভ করেছেন। এরমধ্যে জেলা আইনজীবী সমিতির বর্তমান সভাপতি সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ আবুল কালাম আজাদ ও ব্যারিস্টার ইলিয়াছুর রহমান সমান্তরাল ভাবে ভোট পেয়ে প্রার্থী হিসেবে পুনরায় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন।

বান্দরবান আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার ইলিয়াছুর রহমান,সিনিয়র আইনজীবি এডভোকেট মোহাম্মদ আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু তালেব!

অপরদিকে সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হয়েছেন জামাত সমর্থক ও বর্তমান জেলা আইনজীবী সমিতির পাবলিক প্রসিকিউটর জিপি অ্যাডভোকেট মোহাম্মদ আবু তালেব। এছাড়া বাকি বিভিন্ন পদে প্রার্থীরা সমান্তরাল ভাবে বিজয়ী হয়েছেন। 

(৬ ফেব্রুয়ারী) বৃহস্পতিবার সকাল ৯টায় থেকে নির্বাচন শুরু হয় বিকেল ৫টার পর্যন্ত শেষে সাড়ে ৬টার ফলাফল প্রকাশ করেন নির্বাচনী কর্মকর্তা এডভোকেট মোহাম্মদ শাহনেওয়াজ, এডভোকেট জয়নাল আবেদীন ভূইয়াও মুখ্য নির্বাচনী কর্মকর্তা সিনিয়র আইনজীবী এডভোকেট স্বপন কুমার চৌধুরী!

প্রাপ্ত সমান্তরাল ভাবে ফলাফল অনুযায়ী সভাপতি একই পদে এডভোকেট মোহাম্মদ আবুল কালাম আজাদ ও ব্যারিস্টার ইলিয়াছুর রহমান নির্বাচন হওয়ায় ফলে একজন এক বছরের ছয়মাস দায়িত্বে থাকবে বলে আইনজীবী কর্তৃপক্ষদের জানায়!

সহ-সভাপতি পদে নির্বাচিত হলেন এডভোকেট মোঃ সাদেকুল মাওলা!

সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মোহাম্মদ আবু তালেব সহ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হলেন এডভোকেট উম্যাসিং মার্মা, মোঃ মামুন মিয়া ও মোহাম্মদ ইব্রাহিম সমান্তরালে ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন!
অর্থ সম্পাদক পদে নির্বাচিত হলেন এডভোকেট মোঃ আমিন উল্লাহ বিপ্লব,সম্পাদক পাঠাগার ব্যবস্থাপনা পদে এডভোকেট একরাম, আইটি সম্পাদক এডভোকেট মেনুসাং মার্মা, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক এডভোকেট নুখ্যাই মং মার্মা! এছাড়াও নির্বাহী সদস্যরা হলেন এডভোকেট আবিরুল আমিন আদনান,এডভোকেট মোহাম্মদ হেলাল উদ্দিন, এডভোকেট জিয়াউল হক ও এডভোকেট মোহাম্মদ শওকত ওসমান (লামা, বান্দরবান)

এছাড়াও প্রয়োগের মাধ্যমে পরবর্তী এক বছর জন্য নির্বাচিত করেন। নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থী ভোটারদের পদচারণায় মুখরিত হয়ে উঠে বান্দরবান জেলা আইনজীবী সমিতির প্রাঙ্গণ।

উল্লেখ্য যে, বান্দরবান জেলা আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির নির্বাচন কর্মকর্তা ও মুখ্য নির্বাচন কমিশনার অ্যাডভোকেট স্বপন কুমার চৌধুরী স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এই অব্যাহতির কথা জানানো হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এই প্রেসবিজ্ঞপ্তি পাঠানো হয়।