বান্দরবানে নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়

প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২৫

নিজস্ব প্রতিবেদক

বান্দরবান জেলার সকল সাংবাদিকবৃন্দদের সাথে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক মিজ শামীম আরা রিনি!

বুধবার (১৫ জানুয়ারি)বিকেলে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলার সকল ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় অনুষ্ঠানে নবাগত জেলা প্রশাসক মিজ শামীম আরা রিনি পাহাড়ের শিক্ষা ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে ও আরও বলেন পাশাপাশি বান্দরবান উপজেলার দূরবর্তী পর্যটকদের নিরাপত্তা ব্যবস্থা করা অতি জরুরি প্রয়োজন! যাতে বিভিন্ন এলাকায় থেকে পর্যটকরা আসতে পারে!

এ সময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনাদের মাধ্যমে আমরা সকল সমস্যা, দুর্নীতি-অনিয়ম জানতে পারি। তিনি বলেন, সকলে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করলে সকল সমস্যার সমাধান করা সম্ভব হবে। বান্দরবান জেলার সকল উন্নয়ন কর্মকাণ্ডে প্রশাসনকে সহযোগিতার আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় সময় সকল জেলার ম্যাজিস্ট্রেট মহোদয় উপস্থিত ছিলেন!