পার্বত্য নাগরিক পরিষদ বান্দরবান পৌরসভার নতুন কেনা অ্যাম্বুলেন্স উদ্ধোধন করেন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান থানজামা লুসাই

নিজস্ব প্রতিবেদক
রবিবার (২২ডিসেম্বর) বান্দরবান পৌরসভার পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর থানজামা লুসাই অ্যাম্বুলেন্সটি উদ্বোধন করেন।
এসময় তিনি বলেন, এ অ্যাম্বুলেন্সের মাধ্যমে পৌর এলাকার গরীব,অসহায় কর্মকর্তা-কর্মচারীদের দ্রুত প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা দেওয়া সম্ভব হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর থানজামা লুসাই, এ্যাডভোকেট মোঃ আবুল কালাম, এ্যাডভোকোট মাধবী,এ্যাডভোকেট উবাথুয়াই মার্মাসহ পার্বত্য জেলা পরিষদে সকল সদস্যাবৃন্দ, বান্দরবান প্রেসক্লাব সভাপতি আমিনুর ইসলাম বাচ্চু সহ সকল সাংবাদিকবৃন্দ ও সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারি উপস্থিত ছিলেন!
এদিকে পার্বত্য নাগরিক পরিষদ সভাপতি, কাজী মুজিবুর রহমান বলেন সবার দোয়া ও আর্শীবাদে আমি দীর্ঘ দিন যাবদ বান্দরবান সদরে গরীব নিরিহ, অসহায় কর্মীদের দ্রুত চিকিৎসার পাবার জন্য একটি এ্যামবুলেন্স জরুরি প্রয়োজন মনে করি এতে উদ্যোগ নিয়েছি আজকের ব্যবস্থা করতে পেরে আমি সত্যি খুশি! এটাই আমার নিজ ব্যক্তিগত জন্য নয় এই এ্যাম্বুলেন্সটি সকলে যেন দ্রুত চিকিৎসা পাই!