
নিজস্ব প্রতিবেদক
১০ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে বান্দরবান প্রেসক্লাব নাইক্ষ্যংছড়ি কক্সবাজার উপজেলায় গত ৪(ডিসেম্বর) বুধবার রাত সাড়ে ৯টায় দিক দিকে মোঃ শাহীন @ শাহীন ডাকাত নামীয় দল রোকসানা নাসরিন খোরশেদ (২৪)পিতা-মৃত- সাইফুল ইসলাম, সাং নারিচবুনিয়া, ০৮ নং ওয়ার্ড, ০২ নং বাইশারী ইউপি,থানা-নাইক্ষ্যংছি,বান্দরবান জেলায়ধীন নিরীহ অসহায় পরিবার পরিজনকে মানসিক নির্যাতন ও ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া বিষয়ে শাহীন ডাকাত নামীয় দলকে কঠিন আইনের আওতায় দাবিতে বান্দরবান প্রেসক্লাবে এক সংবাদ সন্মেলন হয়!
এসময়ে উপস্থিত ছিলেন বান্দরবান প্রেসক্লাব সদস্য (Desh TV) প্রতিনিধি সাংবাদিক আবুল বশর নয়নসহ সকল সাংবাদিকবৃন্দগণ ও সংবাদ সন্মেলনের পক্ষে সদস্যবৃন্দ!
সংবাদ সন্মেলনে অভিযোগকারীরা দাবি জানাই গত ৪(ডিসেম্বর) বুধবার রাত সাড়ে ৯ টায় সময় এক ডাকাত শাহীন দল অভিযোগকারীদের বশতঘর,বাড়িসহ নানান জিনিস পত্র লুটপাট করে স্বর্ণের অলংকার চুরি ও মানসিক নির্যাতন করেছে বলে জানায়!
এদিকে অভিযোগকারী রোকসানা নাসরিন নাইক্ষ্যংছড়ি কলেজ একজন বিএ/বিএসএস দ্বিতীয় বর্ষে শিক্ষার্থী হয়! এই সন্ত্রাসী দল রোকসানা দুই ভাইকে দীর্ঘ দিন যাবৎ সন্ত্রাসী শাহিন তার দলে যোগ দেওয়ার জন্য প্রস্তাব দেয় কিন্তু মফিজুর রহমান ও মকছুদুর রহমান সন্ত্রাসী দলের যোগ দিতে রাজি না হওয়ায় কারণে নানান ধরনের নানান কৌশল দিয়ে হয়রানি ও মানসিক নির্যাতন করা হয়েছে!
রোকসানা নাসরিন তিনি বলেন তার পরিবারের সকল নারীদের উপরে জোরপূর্বক নির্যাতন, নারী নিপিড়ন ও নারীদের গোপনীয় সব জায়গায় হাত দেয় যার মুখের ভাষা দিয়ে প্রকাশ করা সম্ভব নয়!
আরও জানা যায় যে, আসামী শাহীন সন্ত্রাসী
একজন বাংলাদেশ র্যাব সোর্স কর্মরত কিন্তু তার পেশা গোপন করে নাইক্ষ্যংছড়ি সব এলাকায় সন্ত্রাসী দল গঠন করে তুলে বেড়াচ্ছে বলে জানায়! ডাকাত শাহীন বাংলাদেশ র্যাব সোর্স পেশা হইলেও মাঝে মাঝে ডাকাত করার সময় তার পরিচয় দেয় একজন র্যাব সদস্য পরিচয় দেয়!
এদিকে নাইক্ষ্যংছড়ি থানায় শাহীন সন্ত্রাসী দলের বিরুদ্ধে মামলার ও রুজু করা হয়েছে! অভিযোগকারীরা দাবি জানাই এই সন্ত্রাসী শাহীন দলকে দূরত্ব ভাবেই গ্রেফতার কঠিন শাস্তি দাবিতে বান্দরবান জেলা প্রেসক্লাব সংবাদ সন্মেলন করেন!