
নিজস্ব প্রতিবেদক
রাঙ্গামাটি,খাগড়াছড়ি, বান্দরবান এই তিন পার্বত্য জেলা পরিষদ গুলোতে পাহাড়ি, বাঙালি সম সংখ্যাক সদস্য নিয়োগের দাবিতে মহামান্য হাইকোর্টের মোঃ একরাম হোসেন চৌধুরী ও রাশেদুজ্জামান রাজা এর দ্বৈত বেঞ্চ রীট দায়ের করা হয়েছে। রীটটি দায়ের করেন বান্দরবানের সিনিয়র সিটিজেন ও সিনিয়র আইনজীবী এডভোকেট কাজী মহতুল হোসাইন যত্ন অদ্য রীটটি শুনানি হয়।
এডভোকেট কাজী মহতুল হোসাইন যত্ন রীটটি নিজে শুনানি করেন। দীর্ঘ শুনানী শেষে মহামান্য আদালত সচিব,পার্বত্য মন্ত্রণালয় সচিব,আইন মন্ত্রণালয় আঞ্চলিক পরিষদ ও চেয়ারম্যান তিন পার্বত্য জেলা পরিষদকে কেন পাহাড়ি, বাঙালি সম সংখ্যাক সদস্য নিয়োগ হইবে না এই মর্মে (০৪)সপ্তাহের রুলজারি করেন।