বান্দরবানে শহীদ আবু সাঈদ মুক্তার মঞ্চে সনাতনীধর্ম জাগরণ মঞ্চে সমন্বয়দের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক
শুক্রবার (১নভেম্বর) বিকেলে বান্দরবান শহীদ আবু সাঈদ মুক্তার মঞ্চে বান্দরবান সনাতনীধর্ম জাগরণ মঞ্চের সমন্বয়কদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে!
এ সময়ে প্রধান বক্তারা বলেন আজ সনাতনীধর্মের উপর এত অত্যাচার কেন? আমরা জবাব চাই, আমরা এই দেশের নাগরিক আমাদের ধর্মের গুরুজনদের উপর মিথ্যা মামলার জড়ানো হইয়াছে! আজকের এই সমাবেশে যদি আমাদের ধর্মের গুরুজনদের বিরুদ্ধে মিথ্যা অত্যাচার মামলার প্রত্যাহার না করেন তাহলে আমরা যতদিন আন্দোলন করার দরকার ততই দিন আমরা মাঠে নামতে প্রস্তুত আছি বলে বিক্ষোভ মিছিলরা জানায়!
এদিকে বক্তারা আরও বলেন এই দেশের আমরাও দেশের নাগরিক শুধু তাই নয় আমরাও জীবন দিতে শিখেছি! আজকের সারা বাংলাদেশের সমাবেশে আমাদের ধর্মের গুরুজনদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার না হইলে কঠিন ভাবেই আমরা মাঠে নামতে বাধ্য হবে! আমরা মরতেও রাজি আছি!