শান্তি চুক্তির অগ্রযাত্রার ২৭ তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বান্দরবান আলোচনা সভা পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান থানজামা লুসাই

নিজস্ব প্রতিবেদক
শান্তি চুক্তির অগ্রযাত্রার ২৭তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বান্দরবানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০২ ডিসেম্বর) সকালে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট অডিটোরিয়ামে বান্দরবান রিজিয়নের সহযোগিতায় ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে এই বর্ষপূর্তি উদযাপন করা হয়।
এ সময় বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থানজাম লুসাইর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মেহেদী হাসান (পিএসসি),বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো: শহীদুল্লাহ কাওছার,আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের মুখ্য নির্বাহী মোহাম্মদ মাসুম বিল্লাহসহ বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তা ও সাধারন লোকজন।
এ সময় বক্তারা বলেন,পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের দীর্ঘদিনের জাতিগত হানাহানি বন্ধ হয়। অনগ্রসর ও অনুন্নত পার্বত্য অঞ্চলে শান্তি ও উন্নয়নের ধারা প্রতিষ্ঠিত হয়েছে।
এখন যারা পাহাড়কে অশান্তি করার চেষ্টা করতেছে তারা কোনো জাতির হতে পারে না, তারা দেশের শত্রু, সন্ত্রাসী। যারা দেশকে অজারকতা করার চেষ্টা করবে বা যারা করতেছে তাদেরকে আমরা কঠোর ভাবে দমন করবো।
উল্লেখ্য, আজ পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি স্বাক্ষরের ২৭ বছর। দীর্ঘদিন ধরে চলমান পার্বত্য চট্টগ্রামে সংঘাতময় পরিস্থিতি নিরসনের লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক গঠিত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটির সঙ্গে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়।
শান্তিচুক্তিতে সর্বোমোট ৭২টি ধারা রয়েছে। ৭২টি ধারার মধ্যে শান্তিচুক্তির ৬৫টি ধারা বাস্তবায়িত হয়েছে, অবশিষ্ট ধারার বাস্তবায়ন কার্যক্রম চলমান রয়েছে।