নিজস্ব প্রতিবেদক
বান্দরবান রোয়াংছড়ি উপজেলাধীন সেনা ক্যাম্প পক্ষ থেকে নানান জাতিকে ১ হাজারজন বয়স্ক লোকদেরকে শীতের কম্বল প্রদান করেন! এই উদ্যোগটি বান্দরবান রোয়াংছড়ি উপজেলায়ধীন রোয়াংছড়ি ক্যাম্প,বাঘমারা ক্যাম্প,লুংলাই পাড়া ক্যাম্প সম্প্রদায়ের সঙ্গে সম্প্রীতি বৃদ্ধি এবং সৌহার্দ্য বজায় রাখতে আরও অগ্রণী ভূমিকা পালন করবে।
আজ ১০ জানুয়ারি রোজ শুক্রবার সকালে বান্দরবান রোয়াংছড়ি উপজেলায় সেনা জোনের কর্মকর্তারা নানান জাতির বৃদ্ধ বয়স্ক লোকদের মাঝে শীতের কম্বল বিতরণ করেন! এসময় স্থানীয় সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শীতের কম্বল বিতরণের অনুষ্ঠানে সেনা কর্মকর্তারা গুরুত্ব তুলে ধরে একে শান্তি ও সম্প্রীতির প্রদান হিসেবে আখ্যায়িত করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি সেনা ক্যাম্প কমান্ডার মেজর ইয়াছিনসহ অন্যান্য ক্যাম্প অফিসার!
স্থানীয় লোকজনরা বলেন, "বান্দরবান রোয়াংছড়ি উপজেলায়ধীন সেনা জোনের এই উদ্যোগ আমাদের জন্য অত্যন্ত আনন্দদায়ক। এটি আমাদের নানান জাতির সম্প্রদায়ের সঙ্গে সেনাবাহিনীর ঘনিষ্ঠ সম্পর্কের বহিঃপ্রকাশ।"
রোয়াংছড়ি উপজেলায়ধীন সেনা জোনের কর্মকর্তারা বলেন, "আমরা সব সময় দেশের প্রতিটি সম্প্রদায়ের সঙ্গে সম্প্রীতির বন্ধন বজায় রাখতে চাই। শীতের দিনে শীত থেকে বাচাঁনোর জন্য এ ক্ষেত্রে একটি দৃষ্টান্ত স্থাপন করবে। আমরা চাই সবাই মিলেমিশে দেশের উন্নয়নে কাজ করে যাক।"সেনাবাহিনী সর্বদা সকল সম্প্রদায়ের ও জাতিগোষ্ঠীর সুখে দুখে পাশে ছিল এবং থাকবে। ভবিষ্যতেও যে কোন সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান ও তাদের কষ্ট লাঘব করতে সবার আগে সেনাবাহিনী এগিয়ে আসবে।
এই উদ্যোগটি স্থানীয় বয়স্ক লোকদের জন্য মধ্যে ব্যাপক প্রশংসিত হয়েছে। শীতের উপলক্ষে বিভিন্ন উপজেলার বিশেষ শীতের বস্ত্র কম্বল বিতরণ করা হয়!
রোয়াংছড়ি উপজেলার সেনা এই উদ্যোগ শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে মনে করছেন স্থানীয়রা।
উল্লেখ্য যে, বান্দরবান রোয়াংছড়ি উপজেলার সেনা জোন শুধু আজকের এই বয়স্ক লোকদের মাঝে শীতের কম্বল বিতরণ নয়, বরং বান্দরবান রোয়াংছড়ি উপজেলার অন্তর্গত সকল সম্প্রদায়ও জাতি গোষ্ঠীর ছাড়াও যেকোনো জাতিগত বড় অনুষ্ঠানে সর্বদা সহযোগিতা করে আসছে। আজ শীতের বস্ত্র কম্বল বিতরণ তার একটি ধারাবাহিক অংশ থাকবে!