নিজস্ব প্রতিবেদক
রোয়াংছড়ি আর্মি ক্যাম্পের সাব জোন কমান্ডার মেজর এম এম ইয়াসিন আজিজ আজ (২৭ জানুয়ারি) সোমবার সকালে রোয়াংছড়ি উপজেলা মাতৃদুগ্ধ পোষ্যকালীন মায়েদের সহায়তায় দিবস উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠান অংশগ্রহণ করেন।
তিনি নিজে উপস্থিত থেকে এই ধরনের কার্যক্রম বৃদ্ধির জন্য এনজিওদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে তিনি বিভিন্ন সম্প্রদায় ও জাতিগোষ্ঠীর সদস্যদের মধ্যে পুরস্কার বিতরণ করেন এবং শিশুদের সুন্দর ভবিষ্যৎ গঠনে মায়েদের পরামর্শ দেয়!
এসময় রোয়াংছড়ি সেনা ক্যাম্পের সাব জোন কমান্ডার মেজর এম এম ইয়াসিন আজিজ তিনি বলেন যে,যেকোনো বিপদে সেনাবাহিনী সর্বদা জনগণের পাশে থাকবে। তাদের চিকিৎসা সহ সার্বিক দিকদিকে , প্রশাসনিক সুবিধা এবং নাগরিক সুবিধা নিশ্চিত করতে সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি এই সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেয়। পরবর্তীতে সুবিধাভোগীদের মধ্যে বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এ ধরনের উদ্যোগ পাহাড়ি অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেনাবাহিনীর এই মানবিক কার্যক্রম স্থানীয় জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনে সহায়তা করছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আমরা আশা করি।
রোয়াংছড়িতে পাবর্ত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্পের ১০৮ জন সিএসপি মায়েদের আইজিপি সামগ্রী বিতরণ করেন!
হ্লাছোহ্রী মারমা,বান্দরবান রোয়াংছড়ি উপজেলা শিশু উন্নয়ন প্রকল্পের কমিউনিটি ডেভিলাপমেন্ট কন্সার্ন (সিডিসি) বাস্তবায়নে কম্প্রেশন ইন্টারনেশন্যাল সহযোগিতা রোয়াংছড়ি বিডি ০৫০৩ প্রকল্প কাযার্লয় প্রাঙ্গন মাঠে সি এস পি মায়েদের আইজিপি কাযর্ক্রমের আওতায় হস্তশিল্প, সেলাই মেশিন ও পশু পালন সহায়তায় প্রদান কর্মসূচীতে সেলাই মেশিন ৩জন,শুকর ৭জন, ছাগল ৩জন, সূতা ২ জন,পাচ বছর নীচে ১০৮জন শিশুকে (ডাল ১কেজি, তৈল ১ লিটার, হরলিক্স ৫০০ গ্রাম ও ডিম ৩টি), কলেজ ছাত্র-ছাত্রীদের ৫৫জনকে ৩০০টি হাই স্কুল ৭২জনকে ৫৫০টাকার ভর্তি ও মাসিক বেতন, পুষ্টি জাতীয় খাদ্য উপকরণ এবং সুইটারসহ বিভিন্ন প্রকার উপহার প্রদান ও আলোচনা সভা প্রকল্প অফিস প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সঞ্চলনায় ছিলেন পারনু কুম বম পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্প ব্যবস্থাপক লাল রাম কাপ বম সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি সেনা ক্যাম্পের সাব জোন কমান্ডার মেজর এম এম ইয়াসিন আজিজ!
আজকের উক্ত অনুষ্ঠানের বিভিন্ন সরকারি,বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।