নিজস্ব প্রতিবেদক
বুধবার ১ জানুয়ারি সন্ধ্যা ৭টায় সময় বান্দরবান জেলা প্রেসক্লাব মিলনায়তনে পিঠা উৎসব ও দুই অতিথিকে সম্মাননা প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে মিলনায়তনে আলোচনা সভায় প্রেসক্লাবের সভাপতি আমিনুর ইসলাম বাচ্চু সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদ অধ্যাপক থানজামা লুসাই, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন, পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পার্বত্য জেলা পরিষদ নব সদস্য এডভোকেট মাধবী মারমা,বান্দরবান প্রেসক্লাব সাবেক সাধারণ সম্পাদক মিনারুল হক প্রঃ মিনারসহ বান্দরবান প্রেসক্লাব সকল সাংবাদিকবৃন্দ!
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বান্দরবান জেলায় পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার,পার্বত্য জেলা পরিষদ সদস্য মাধবী মারমা,জেলা পরিষদ সদস্য এডভোকেট উবাথুয়াই মারমা! অনুষ্ঠান সঞ্চালনায় করেন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকির হোসেন!
প্রধান অতিথি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই বলেন, বর্তমান সমাজে সাংবাদিকতা খুবই চ্যালেঞ্জিং পেশা। যে সমাজে গণতন্ত্র থাকে না, সে সমাজ দারুণভাবে অসুস্থ, সেই সমাজে আসলে মুক্ত চিন্তা ও সাংবাদিকতার চর্চা করা প্রচন্ড চ্যালেঞ্জিং। সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে বান্দরবান জেলায় প্রেসক্লাব তার অবস্থান ধরে রাখবে বলে প্রত্যাশা করছি।'
সভায় সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি স্বরূপ বাসস’র ও বান্দরবান জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন ও পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থানাজামা লুসাইকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। শেষে হরেক রকম পিঠার উৎসব প্রীতির ভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়!