বান্দরবানে হারিয়ে যাওয়া মোবাইল ও নগদ অর্থ উদ্ধার, মালিকের নিকট হস্তান্তর

প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

বান্দরবানের বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া মোবাইল ও নগদ অর্থ উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছে ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন।

সোমবার (২৫ নভেম্বর) দুপুরে আর্মড পুলিশ ব্যাটালিয়নের কার্যালয়ে মালিকদের কাছে হস্তান্তর করেন আর্মড অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান।

এসময় অভিযানে বিভিন্ন স্থান থেকে হারিয়ে বা চুরি হওয়া ৮৩টি মোবাইল ও নগদ ২ লাখ ৭ হাজার ছয়শত পঁচাশি টাকা উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর করা হয়।

২ আর্মড পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান বলেন, বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া মোবাইল ও ভুল নম্বরে যাওয়া অর্থ উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। আর্মড পুলিশ সারাদেশে মাদক চোরাচালান ও সাধারণ জনগণের নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছে। আর্মড পুলিশের এই অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর সহ-অধিনায়ক (পুলিশ সুপার), অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন এন্ড ইন্টেলিজেন্স), ২ এপিবিএন রিয়ার হেডকোয়ার্টার্স, মেঘলা, বান্দরবানের ক্যাম্প ইনচার্জ, অপারেশন শাখা, ইন্টেলিজেন্স শাখা, সাইবার এনালাইসিস শাখা এবং স্পেশাল মোবাইল উদ্ধার টিম এর ইনচার্জগণ ও অন্যান্য সদস্যবৃন্দ!