বান্দরবানে বৌদ্ধ অনাথালয়ে মাহা ওয়াগ্যোয়াই পোয়ে উপলক্ষে সংঘদানও প্রীতিভোজ আয়োজন

নিজস্ব প্রতিবেদক
২৫(অক্টোবর) শুক্রবার সকালে বান্দরবান রোয়াংছড়ি বাষ্টেশন এলাকায় বৌদ্ধ অনাথালয়ে মাহা ওয়াগ্যোয়াই পোয়ে উপলক্ষে সংঘদান ও প্রীতিভোজ অনুষ্ঠান হয়েছে!এসময়ে বৌদ্ধ সম্প্রদায়ের বিহারে![]()
প্রধান প্রক্তানন্দ মহা থেরো পার্বত্য ভিক্ষু পরিষদ রোয়াংছড়ি বৌদ্ধ বিহার অধ্যক্ষ্য ভান্তে ধর্মের উপাসনালয় দিয়ে উক্ত অনুষ্ঠানটি শুরু করেন!
এসময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা,মং উ সাথুয়াই মারমাসহ আরও অনেকজন!
আজকের মহা ওয়াগ্যোয়াই পোয়ে প্রীতিভোজ অনুষ্ঠানের মারমা সম্প্রদায়ের সকল ছাত্র,ছাত্রীরা অংশ গ্রহণ করতে দেখাগেছে!
শুরুতে অনাথালয়ে বিহারের প্রধান ভান্তে সকলে বৌদ্ধ ধর্মের পবিত্র পাঠ থেকে পাঠ করান এ সময়ে উপস্থিতবৃন্দসহ সকল ছাত্র/ছাত্রীদের সবাই সাধু সাধু বলে অনুষ্ঠানটি সমাপ্ত করেন, শেষে অনাথালয় ছাত্র, ছাত্রীদের সাথে প্রীতিভোজ এক আয়োজন হয়েছে!