
নিজস্ব প্রতিবেদক
বুধবার (৩০ অক্টোবর) দুপুরে বান্দরবান পুলিশ সুপার কার্যালয়ে কনফারেন্স হলে নব পুলিশ সুপার সাথে জেলা সাংবাদিকবৃন্দ মত বিনিময় হয়েছে!
এসময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সদরের নব পুলিশ সুপার মোঃ শাহিদুল্লাহ কাউছার,অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোঃ রায়হান কাজেমী,বান্দরবান প্রেসক্লাব সভাপতি আমিনুর ইসলাম বাচ্চু, সাবেক সাধারণ সম্পাদক মিনারুল হক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ জাকিরসহ সকল জেলা সাংবাদিকবৃন্দগণ!
শুরুতে নব পুলিশ সুপার মোঃ শহিদল্লাহ কাউছার সবাইকে আন্তরিক শুভেচ্ছা দিয়ে পরিচয় হন!
এসময়ে জেলা সাংবাদিকবৃন্দগণ নব পুলিশ সুপারকে বলেন বান্দরবান একটি সম্প্রীতির বান্দরবান হিসেবে পরিচিত! গত ৫ অগস্ট থেকে শেখ হাসিনা দেশ ত্যাগ করার পর থেকে আইন শৃঙ্খলা বাহিনীদের কর্মক্ষেত্রে দূর্বলতাভাবে দেখাগেছে! সেজন্য বান্দরবানে বিভিন্ন এলাকায় নানান অপকর্মে সাথে জড়িত হওয়ায় অসংখ্য বেশি! এ সব বিষয়ে নজর রাখার দরকার পড়ছে!
আরও উপস্থিত সাংবাদিকরা বলেন বান্দরবান, কেরানিহাট রোড সাধারণ মানুষ হাঁটার চলাফেরা কোন নিরাপত্তা নাই সেক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তা প্রহর করার জরুরি দাবি করেন! তাছাড়া যানবাহন ট্রাফিক কন্ট্রোল বিষয়ে ও দেখার অনুরোধ রয়েছে!